পটুয়াখালীর গলাচিপায় হাইস্কুল মাঠের আশপাশেই ঘোরাঘুরি করেন মধ্যবয়সী অজ্ঞাত পরিচয়ের এক মানসিক রোগী। গ্রামের লোকজনের কাছে তার পরিচয় একজন পাগলী। অথচ এই অসুস্থ মস্তিষ্কের নারীও রেহাই পায়নি সমাজের সুস্থ মস্তিষ্কের লোভী মানুষের হাত থেকে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল মাঠের পাশের রাস্তায় একটি ছেলে সন্তানের জন্ম দেয় সে। এ যেন মধ্য যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। কয়েক মাস ধরেই গর্ভাবস্থায় পাগলীকে রাস্তার অলি-গলিতে ঘুরতে দেখেছে গ্রামবাসী। অথচ কেউ জানে না তার এই অবস্থার যেন দায়ী...

